• ahmad.alamgir750@gmail.com
  • +8801771835710

13

Years Running.....
About our Institute

Welcome to the ITCTC

“আইডিয়াল টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টার” একটি কারিগরি নির্ভর কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান। কম্পিউটার এর বিভিন্ন কোর্স ও তথ্যপ্রযুক্তি স্বল্পতম সময় ও কম খরচে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে ২০১২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেকে দ্ক্ষ কম্পিউটার অপারেটর ও ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে এখানে বেসিক কম্পিউটার, অফিস এপ্লিকেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডাটাবেস প্রোগ্রামিং সহ ৩ মাস, ৬ মাস ও ১ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মূলতঃ শিক্ষিত, অর্ধ শিক্ষিত বা অধ্যনরত ছাত্র/ছাত্রীদের সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে আত্ত্বনির্ভরশীল ও স্বাবলম্বী করে দেশ ও জাতির বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখাই আমারদের উদ্দেশ্য।

যুব উন্নয়নের লক্ষে ভর্তি ও প্রশিক্ষণ চলছে।

Our Course

Our Teacher

why choose us

Expert teachers
আমাদের শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। তারা শিক্ষার্থীদের দক্ষভাবে প্রশিক্ষণের পাশাপাশি তাদের কথা শোনেন এবং সে অনুযায়ী সমস্যা সমাধান করে দেন। মেধা বিকাশে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিমূলক আলোচনা করেন এবং কাজে দক্ষ হওয়া ও পরীক্ষায় ভালো করার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন।
Quality Education
কম্পিউটার প্রশিক্ষণে ইতিমধ্যে আমাদের সক্ষমতা, প্রতিভা, দিকনির্দেশনা শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে, এবং বাংলা কম্পিউটিংয়ে আই.টি কম্পিউটার টেনিং সেন্টার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ আমরা সব-সময় প্রশিক্ষণের (শিক্ষার) মান বজায় রেখে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি।
Life Time Support
প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যেখানে পৌঁছার জন্য সে কাজ/চেষ্টা করে যায়। আমাদের কাছে প্রশিক্ষণ নেওয়া প্রত্যেকের জন্য আমরা তার সেই লক্ষ্য পূরণে সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখি।
Our Mission
শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অধ্যনরতছাত্র/ছাত্রীদের সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে আত্ত্বনির্ভরশীল ওস্বাবলম্বী করে দেশ ও জাতির বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখাই আমারদের মূল উদ্দেশ্য। মনে রাখা উচিত, “যে ব্যক্তি কোথায় যেতে চায় জানেন না, তার পক্ষে অনুকূল বাতাস নেই।”