তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বর্তমানে যেসব মৌলিক উপাদান ব্যবহৃত হচ্ছে —
১. কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি
২. ইন্টারনেট ও নেটওয়ার্ক ব্যবস্থা
৩. কম্পিউটিং
৪. স্যাটেলাইট
৫. রেডিও, টেলিভিশন, ফ্যাক্স
৬. অডিও ভিডিও
৭. আধুনিক টেলিযোগাযোগ
৮. মাইক্রো ওয়েব
৯. মডেম
১০. ওয়েব ক্যাম ইত্যাদি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা / অবদান:
১. তথ্যের প্রাপ্যতা সহজ হয়।
২. অপচয় রোদ ও সময় সাশ্রয়ী হয়।
৩. কাজের গতি বৃদ্ধি পায় ও তথ্য স্থানান্তর সহজ হয়।
৪. তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়।
৫. ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
৬. ই-কমার্স সিস্টেম এর ফলে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি ও কেনা বেচা সহজ হয়।
৭. মনুষ্য শক্তির অপচয় রোধ হয় এবং মানবসম্পদের উন্নয়ন ঘটায়।
৮. শিক্ষার্থীরা সহজেই যে কোন তথ্য সংগ্রহের পাশাপাশি বিশ্বের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।
৯. বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিল সহ বিভিন্ন ইউটিলিটি বিলগুলো ঘরে বসেই পরিশোধ করা যায়।
১০. সর্বোপুরি সর্বক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি সহ দক্ষতা বৃদ্ধি পায়।
সঠিক তথ্য ও প্রশিক্ষণ, বদলে দিবে আপনার জীবন। iTCTC