কম্পিউটার:
কম্পিউটার একটি ইলেক্ট্রনিক ডিভাইস, যা নিজস্ব স্মৃতি ভান্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলী সংরক্ষণ করে রাখে এবং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নির্দেশনা (তথ্য বা উপাত্ত) কে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে।
কম্পিউটারের কাজ:
কম্পিউটার মূলতঃ তার যাবতীয় কার্যক্রম চারটি ধাপে সম্পন্ন করে থাকে।
১) তথ্য গ্রহণ (নির্দেশনা অনুযায়ী)
২) তথ্য সংরক্ষণ
৩) তথ্য প্রক্রিয়াকরণ ও
৪) ফলাফল
কম্পিউটারের বৈশিষ্ট্য: কম্পিউটারের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য
1) দ্রুতগতিতা (High Speed)
2) নির্ভুলতা (Correctness)
3) সূক্ষতা (Accuracy)
4) বিশ্বাসযোগ্যতা (Reliability)
5) ক্লান্তিহীনতা (Diligence or Restless)
6) স্মৃতিশক্তি (Memory)
7) স্বয়ংক্রিয়তা (Automation)
8) যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical Decision)
9) বহুমুখীতা (Versatility)
10) অসীম জীবনীশক্তি (Endless Life)
সঠিক তথ্য ও প্রশিক্ষণ, বদলে দিবে আপনার জীবন। iTCTC