• ahmad.alamgir750@gmail.com
  • +8801771835710
Freelancing and Outsourcing

ফ্রিল্যান্সিং:
ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কোম্পানির কাজ নির্দিষ্ট টাকার বিনিময়ে করে দেওয়ার পদ্ধতি-ই হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ কোন একটি কোম্পানিতে স্থায়ীভাবে কাজ (চাকরি) না করে, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি-ভিত্তিক ভাবে কাজ করার প্রক্রিয়াকে বলা হয় ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং-এ দুটি পক্ষ থাকে। এক, বায়ার বা ক্লায়েন্ট এবং দুই, সেলার বা ফ্রিল্যান্সার।

আউটসোর্সিং:
কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি তার নির্দিষ্ট একটি কাজ নিজে না করে অন্য কোন ব্যক্তি, সংগঠনের মাধ্যমে করিয়ে নেয়ার প্রক্রিয়াকে বলা হয় আউটসোর্সিং। সাধারণত সময়, শ্রম ও উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে আউটসোর্সিং করানো হয়ে থাকে।